---
গল্প ১: বুদ্ধিমান তোতা পাখি
একজন লোক বাজার থেকে একটা তোতা পাখি কিনে আনলো। দোকানদার বলল,
– “এই পাখিটা খুবই বুদ্ধিমান, মানুষের মতো কথা বলতে পারে!”
লোকটা খুব খুশি হয়ে তোতাটাকে বাড়ি নিয়ে এল। দিন যায়, মাস যায় – তোতাকে কোনো কথা বলতে দেখা যায় না। অবশেষে লোকটা রেগে গিয়ে তোতাকে জিজ্ঞেস করল,
– “তুই কথা বলিস না কেন?”
তোতা ঠান্ডা গলায় বলল,
– “আমার কাজ কথা বলা না… আমি গুপ্তচর!”
---
গল্প ২: বাচ্চার বুদ্ধি
শিক্ষক: “তুমি কি জানো, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কী?”
ছাত্র: “হ্যাঁ স্যার… বাবার ফোন থেকে ইউটিউব অ্যাপ ডিলিট করা!”
---
গল্প ৩: ধরা খাওয়া
একবার এক চোর এক বাড়িতে ঢুকেছে। হঠাৎ শুনতে পেল,
– “আমি সব দেখছি!”
চোর ভয়ে জমে গেল। আবার শুনল,
– “আমি সব জানি!”
চোর টর্চ জ্বালিয়ে চারপাশে দেখল… একটা টিয়া পাখি খাঁচার ভিতরে বসে আছে।
চোর হাঁফ ছেড়ে বাঁচল। বলল,
– “তুই বলছিলি?”
তোতা বলল,
– “না রেক্স বলেছে।”
চোর: “রেক্স কে?”
তোতা: “আমাদের পোষা কুকুর… এক্স-পুলিশ কুকুর!”