8 안에 ·번역하다

---

গল্প ১: বুদ্ধিমান তোতা পাখি

একজন লোক বাজার থেকে একটা তোতা পাখি কিনে আনলো। দোকানদার বলল,
– “এই পাখিটা খুবই বুদ্ধিমান, মানুষের মতো কথা বলতে পারে!”

লোকটা খুব খুশি হয়ে তোতাটাকে বাড়ি নিয়ে এল। দিন যায়, মাস যায় – তোতাকে কোনো কথা বলতে দেখা যায় না। অবশেষে লোকটা রেগে গিয়ে তোতাকে জিজ্ঞেস করল,
– “তুই কথা বলিস না কেন?”
তোতা ঠান্ডা গলায় বলল,
– “আমার কাজ কথা বলা না… আমি গুপ্তচর!”


---

গল্প ২: বাচ্চার বুদ্ধি

শিক্ষক: “তুমি কি জানো, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কী?”
ছাত্র: “হ্যাঁ স্যার… বাবার ফোন থেকে ইউটিউব অ্যাপ ডিলিট করা!”


---

গল্প ৩: ধরা খাওয়া

একবার এক চোর এক বাড়িতে ঢুকেছে। হঠাৎ শুনতে পেল,
– “আমি সব দেখছি!”
চোর ভয়ে জমে গেল। আবার শুনল,
– “আমি সব জানি!”
চোর টর্চ জ্বালিয়ে চারপাশে দেখল… একটা টিয়া পাখি খাঁচার ভিতরে বসে আছে।
চোর হাঁফ ছেড়ে বাঁচল। বলল,
– “তুই বলছিলি?”
তোতা বলল,
– “না রেক্স বলেছে।”
চোর: “রেক্স কে?”
তোতা: “আমাদের পোষা কুকুর… এক্স-পুলিশ কুকুর!”

지금 ·번역하다

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 중 ·번역하다

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
2 중 ·번역하다

Finalisina












কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
37 중 ·번역하다

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,

ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।

আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
ও বাবা শেয়াল কোথা
ভেলোটা দাড়িয়ে হোথা
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জাড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!

‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গিয়ে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!

======

image
38 중 ·번역하다

কে তুমি খুঁজিছ জগদীশ ভাই আকাশ পাতাল জুড়ে’
কে তুমি ফিরিছ বনে-জঙ্গলে, কে তুমি পাহাড়-চূড়ে?
হায় ঋষি দরবেশ,
বুকের মানিকে বুকে ধ’রে তুমি খোঁজ তারে দেশ-দেশ।
সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে তুমি আছ চোখ বুঁজে,
স্রষ্টারে খোঁজো-আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে!
ইচ্ছা-অন্ধ! আঁখি খোলো, দেশ দর্পণে নিজ-কায়া,
দেখিবে, তোমারি সব অবয়বে প’ড়েছে তাঁহার ছায়া।
শিহরি’ উঠো না, শাস্ত্রবিদের ক’রো না ক’ বীর, ভয়-
তাহারা খোদার খোদ ‘ প্রাইভেট সেক্রেটারী’ ত নয়!
সকলের মাঝে প্রকাশ তাঁহার, সকলের মাঝে তিনি!
আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি!
রত্ন লইয়া বেচা-কেনা করে বণিক সিন্ধু-কুলে-
রত্নাকরের খবর তা ব’লে পুছো না ওদের ভুলে’।
উহারা রত্ন-বেনে,
রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চেনে!
ডুবে নাই তা’রা অতল গভীর রত্ন-সিন্ধুতলে,
শাস্ত্র না ঘেঁটে ডুব দাও, সখা, সত্য-সিন্ধু-জলে।

image