এক রাতে একটা পোষা কুকুরের সঙ্গে একটা নেকড়ে বাঘের দেখা হয়েছিল । নেকড়ে বাঘ কুকুরকে জিজ্ঞাসা করল, “ভাই, তোমায় বেশ হৃষ্টপুষ্ট দেখছি। এত খাবার কোথায় পাও?
কুকুর বলল, “আমার প্রভু আমায় দুবেলা পেটপুরে খেতে দেন। তুমি যদি প্রভুর কাজকর্ম করে দাও, তবে তিনি নিশ্চয় তোমায় খেতে দেবেন।”
নেকড়ে বলল, “পেট- পুরে খেতে পেলে আমি কাজ করতে রাজি।” কুকুর বলল, “তবে এসো আমার সঙ্গে।” কুকুরের সঙ্গে নেকড়ে বাঘ গ্রামের দিকে চলল। এমন সময় নেকড়ে বাঘ দেখল— কুকুরের গলায় একটা দাগ।
তাই সে কুকুরকে জিজ্ঞাসা করল, “তোমার গলায় কীসের দাগ?” কুকুর বলল, “বুঝলে ভাই, দিনের বেলায় আমায় কোনো কাজ থাকে না। তাই প্রভু দিনের বেলায় আমায় শেকল দিয়ে বেঁধে রাখেন। এ তারই দাগ।”
নেকড়ে বাঘ চিন্তিত হয়ে বলল, “তবে আমি তোমার প্রভুর কাজ করব না। তোমার মতো পরাধীন থাকার চেয়ে অনাহারে থাকাও ভালো।” এই বলে নেকড়ে বাঘ বনে ফিরে গেল ।
Nadim Ahmed
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?