৪৪টা যুদ্ধবিমান! এটাই বাংলাদেশ। কিন্তু যুদ্ধ বিমানে কোন অ*স্ত্র নেই ! যা আছে তাও পুরোনো, জং ধরা, আধুনিকতার ধারে কাছেও না! নেই ভালো মানের এয়ার ডিফেন্স সিস্টেম। আর আমরা লজ্জা না পেয়ে গর্ব করি—"স্বাধীন দেশ!"
ভারত ৫০০টা নিয়ে একসাথে ৫টা ফ্রন্ট সামলাতে পারে,
পাকিস্তান ৪৪৫টা নিয়ে যুদ্ধের জন্য রেডি। চীন সম্প্রতি তাদের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট উন্মোচন করেছে।
ভারত রমরমা ঢোল ফিটিয়ে হাইপারসনিক ক্ষেপনাস্ত্র টেস্ট করল। পাকিস্তান বানাচ্ছে ICBM
আর আমরা?
দলবাজিতে মাস্টার! পথে পথে সহ-সভাপতি
টকশোতে জেনারেল, ফেসবুকে কৌশলী, আর মাঠে?
আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলোর হেডলাইন হয়, ধর্ষণ, ছিনতাই,চাঁদাবাজি,গুম,খু*ন করল অমুক দল, তমুক নেতা।
আমাদের একটাই স্পেশাল স্কোয়াড—
“Keyboard Battalion”!
পোস্ট দিবে, শেয়ার করবে, “দেশপ্রেম” জাহির করবে—
আর বাস্তবে, একটা গোলা উড়লে পাত্তা নাই!
আসল শত্রু বাইরের না—আমরা নিজেরাই শত্রু নিজেদের। কারণ আমরা যুদ্ধের জন্য না, তর্কের জন্য জন্মেছি।
বাচ্চা জন্মের পর স্কুলে ভর্তি হয় না, আগে দল চিনে!
ডাক্তার জীবন বাঁচায় না, দল বাঁচায়! ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায় না, বরাদ্দ চিবায়! পুলিশ আর্মি অফিসারও রাজনীতির ব্যানারে ঝুঁকে পড়ে!
এই তো আমরা—মেধাহীন, পরিকল্পনাহীন, দায়িত্বহীন!
নেতারা গাড়িতে বুলেটপ্রুফ, আর দেশের সীমানা?
একটা ড্রোন আসলেও ধরার কেউ নাই!
একদিন হুট করে আকাশ কালো হবে,
বোমা পড়বে মাথার উপর— তখন আর পোস্ট দেওয়ার সময় থাকবে না, তখন বুঝবো—"দেশটা ফেসবুক দিয়ে রক্ষা হয় না!" তখন বুঝবো—“বন্ধুদেশ” বলে কিছু নেই,
যার অস্ত্র আছে, তারই দাপট চলে!
এই ঘুম, এই ঢোল-বাজানো দেশপ্রেম, সব পুড়ে ছাই হয়ে যাবে একটুখানি আগুনে।
আর তখন?
আমরা কাঁদবো... কিন্তু কেউ শুনবে না। আমাদের মারবে কিন্তু কোনো আওয়াজ হবে না। সেদিন চুপচাপ সয্য করা ছাড়া কোনো উপায় থাকবে না।
যখন বুঝবো তখন বড্ড দেরি করে ফেলবো😥
