8 i ·Oversætte

মিরপুর থেকে ক্রিকেটকে বের করা৷ জেলাগুলোকে পরিচালনা করার জন্য বিভাগগুলোতে "মিনি বিসিবি" অফিস তৈরী করা৷

টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তির ফেস্টিভালের বাহ্যিক উদ্দেশ্যের সাথে সাথে একটা বৃহত্তর উদ্দেশ্যও ছিল, তা হল বিভাগীগুলোর অবস্থা সরেজমিনে দেখা৷ বিভাগীয় কমিশনারদের ইনভলভ করে তাদের সাথে পরামর্শ করা ক্রিকেটকে বিকেন্দ্রীকরণে। জেলাগুলোর লোকাল ক্লাবগুলোকে সচল করার একটা মাস্টারপ্ল্যান তৈরী করা৷

রাজশাহী স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে একটা মাস্টারপ্ল্যান দেয়া হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদকে৷ ছবিতেই দেখছেন স্টেডিয়ামের সংস্কারের ড্রইং নিয়ে ব্রিফ দিচ্ছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান৷ ড্রেসিং রুম, মেডিকেল রুম, ডো*প টেস্ট রুম, মিডিয়া বক্স, ভিআইপি জোন সহ পুরো মাস্টারপ্ল্যান করা হয়েছে৷ পুরো মাস্টারপ্ল্যান অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদ গ্রিণ সিগনাল দিয়েছে৷ এক বছরের মধ্যে আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুত হবে রাজশাহী৷

ফেস্ট চলতে চলতে আমরা গিয়েছিলাম সেখানকার মহিলা কমপ্লেক্সে যেখানে একটি বড় মাঠ, জিমনেশিয়াম আর অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি আছে৷ একটা ডিসকাশন হয়েছে, নারীদের ক্রিকেটের প্র‍্যাকটিসের জন্য এমন আলাদা স্থান বিসিবির নেয়া দরকার৷

এই সামগ্রিক বিষয় এবং রাজশাহী বিভাগের জেলাগুলোতে খেলা পরিচালনা করা ও পুরো ডিসেন্ট্রালাইজেশন করে ক্লাবগুলোকে সচল করার ব্যাপারে শেষে আমরা মিটিং করি বিভাগীয় কমিশনারের সাথে৷ বিভাগীয় কমিশনার হলেন একটা বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা৷

চমৎকার একটা কমিউনিকেশনে রাজশাহী বিভাগের মাস্টারপ্ল্যান হয়েছে৷

গতকাল এই কাজটায় হয়েছে খুলনায়৷ নাজমুল আবেদীন ফাহিম স্যার ছিলেন, কাল আমরা যাচ্ছি সিলেটে, সেখানেও বিভাগীয় কমিশনারের সাথে ডিসেন্ট্রালাইজেশন নিয়ে কথা হবে। এরপর যথাক্রমে চট্টগ্রাম, রংপুর, বরিশাল বিভাগে৷ মিরপুর থেকে বের হচ্ছে বিসিবি।

শেষ ছবিতে প্যারেন্টাল কোচিং কোর্সে মায়েদের ক্লাস নিচ্ছেন স্বয়ং প্রেসিডেন্ট৷ এই কনসেপ্টটা হয়তো মাসখানেক আগে আমার একটা কন্টেন্টে দেখেছেন অনেকেই৷ এই কনসেপ্টটাকে আরো বড় আকারে কোচিং গাইডলাইন নিয়ে আসা যাবে ডিজিটাল মাধ্যমে৷ বিসিবির ওয়েবসাইটে সবার জন্য ডিজাইন করার পরিকল্পনা আছে ক্রিকেট ফাউন্ডেশন কোচিং কোর্স, ডেভেলপমেন্ট কোচিং কোর্স, বেসিক আম্পায়ার্স ফাউন্ডেশন কোর্স৷ ডিজিটালাইজেশন মানে কিন্তু কন্টেন্ট মেকিং নয়, ডিজিটালাইজেশন বলতে বোঝায় গেইম এডুকেশনের ডিজিটালাইজেশন। শিগগিরই সেগুলো জানবেন৷ বাবা -মা থেকে শুরু করে স্কুলের পিটি শিক্ষক, কিংবা একটা কমিউনিটির যে কোন ছেলে ক্রিকেট কোচিং এর আওতায় আসবে৷ অ্যাকাডেমীগুলোতে অনেক কোচেরাই আছেন যারা লেভেল কোচিং করতে পারছেন না বিসিবির ক্যালেন্ডারের জন্য৷ তারা অন্তত অনলাইনে কিছু ফাউন্ডেশন কোর্স করতে পারবেন৷ সোশ্যাল মিডিয়াকেও Entertainment purpose এর সাথে "এডুকেশনাল purpose এ ব্যাবহার করার পরিকল্পনা এবং brain storming চলছে৷

image
17 m ·Oversætte

Najsjsjsvskssmsg





কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
18 m ·Oversætte

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
19 m ·Oversætte

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
20 m ·Oversætte

Finalisina












কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 h ·Oversætte

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,

ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।

আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
ও বাবা শেয়াল কোথা
ভেলোটা দাড়িয়ে হোথা
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জাড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!

‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গিয়ে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!

======

image