---
😄 বুদ্ধিমান গাধা!
একদিন এক কৃষক বাজারে যাচ্ছিল তার গাধা নিয়ে। গাধাটা ছিল একটু কৌশলী আর অলস। হাঁটতে হাঁটতে হঠাৎ সে এক জায়গায় থেমে গেল।
কৃষক বলল,
— “চল রে অলস পাখি! নইলে তোকে আমি বেঁধে টানতে শুরু করব।”
গাধা তখন চুপচাপ দাঁড়িয়ে রইল।
কৃষক তার দড়ি টেনে টেনে ক্লান্ত হয়ে পড়ল। তখন পাশ দিয়ে এক বুড়ো লোক আসছিল। সে হেসে বলল,
— “গাধাকে বোকা ভাবছো? ও তো চায় তুমি আগে হেঁটে যাও, যাতে সে তোমার পেছনে আরাম করে আসতে পারে।”
কৃষক কৌতূহল নিয়ে সামনের দিকে হাঁটা শুরু করল।
গাধা খুশি হয়ে তার পেছনে পেছনে হাঁটতে শুরু করল, যেন সে-ই এখন সাহেব, আর কৃষক তার চাকর! 😆
---
😊 মজার শিক্ষা:
সবসময় গাধা বোকা হয় না, কেউ কেউ বেশ চালাকও হয়!
---