6 که در ·ترجمه کردن

রাত যেভাবেই আসুক, তার নিরবতা থাকবেই।

চাঁদ যেভাবেই থাকুক, তার জ্যোৎস্না ছড়াবেই।

সূর্য যতই মেঘের আড়ালে থাকুক, তার আলো পৃথিবীতে আসবেই।

আর নিজেকে যতই লুকিয়ে রাখ না কেন, বউগো আমার ভালোবাসা তোমাকে কাছে আনবেই।