সাজানো মুখগুলো যখন পার্লার থেকে বেরিয়ে যায়, তখন একটা দীর্ঘশ্বাস পড়ে আমার বুক থেকে। কারণ ওরা ফিরে যায় যার যার জগতে, আর আমি থেকে যাই এই সাজানো চার দেয়ালের ভেতর, যেখানে আমি নিজেকে কখনও সাজাতে পারিনি। নিজের জন্য কোনো দিন মেকআপ করতে ইচ্ছে করে না, কারণ জানি—এই মুখে কেউ ভালোবাসার ছোঁয়া রাখবে না। আমার নীরবতা গিলে ফেলে দিনের পর দিন, কেউ টেরও পায় না আমি আর আগের মতো নেই। শুধু পার্লারটা আছে, আমি নেই
Md manik mia Manik
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?