8 u ·Prevedi

একদিন একটা খরগোশ আর একটা কচ্ছপের মধ্যে দৌড়ের বাজি হয়েছিল। বনের পশুরা সকলে এই বাজি দেখতে এসেছিল। শেয়াল হয়েছিল বিচারক। বিচারক হুক্কাহুয়া বলে হাঁক দিতেই দৌড় শুরু হয়ে গেল ।

দৌড় শুরু হতেই খরগোশ এক ছুটে অনেক দূর চলে গেল। কচ্ছপ বুকে ভর দিয়ে থপথপ্ করে চলতে লাগল ।

অনেকদূর দৌড়ে গিয়ে খরগোশ থামল। সে মনে মনে বলল, “কচ্ছপ অনেক পিছনে পড়ে আছে । আমি এখন একটু জিরিয়ে নিই।” খরগোশ একটা বড় গাছের ছায়ায় বসে পড়ল ।

একটু পরে তার ঘুম পেল। তাই সে লম্বা হয়ে শুয়ে পড়ল । কচ্ছপ একবারও না থেমে কেবলই চলতে লাগল ।

এভাবে চলতে চলতে সে প্রায় দৌড়ের সীমায় পৌঁছে গেল। এমন সময় খরগোশের ঘুম ভাঙল। চারদিকে তাকিয়ে কচ্ছপকে দেখতে না পেয়ে খরগোশ আবার দৌড়াতে লাগল।

কিন্তু ততক্ষণে কচ্ছপ শেষ সীমায় পৌঁছে গিয়েছে। খরগোশ তাই দৌড়ের বাজিতে কচ্ছপের কাছে হেরে গেল ।

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।