চোখের পানি যারা দেখে না, তাদের জন্য কান্না রেখে লাভ নেই। মানুষটা যার জন্য দিনের পর দিন রাত কাটিয়েছি নির্ঘুম, সেই মানুষটাই আজ অন্য কারও সঙ্গে হাসছে, স্বপ্ন গড়ছে। আমার অনুভবগুলো তার কাছে কখনো গুরুত্বই পায়নি। অথচ আমি আজও তার জন্য চোখ ভেজাই, মনে মনে তার খবর রাখি। জীবনটা কখনো কখনো এমন নিষ্ঠুর হয়, যে নিজের ভালোবাসাকেও দোষী মনে হয়