অনেক সময় এমন হয়, যাকে নিয়ে শত স্বপ্ন বুনি, সে-ই একদিন আমাদের সব স্বপ্ন ভেঙে দেয়। আমারও ছিল একজন, যার একটুখানি হাসির জন্য আমি সব কিছু ত্যাগ করতে রাজি ছিলাম। কিন্তু সে কি কখনো বুঝেছিল সেই ত্যাগের মূল্য? না, বরং আমাকেই দোষারোপ করে চলে গেলো। আমি আজও তার জন্য অপেক্ষায় থাকি, যদিও জানি সে আর কখনো ফিরবে না। এই অপূর্ণতা, এই বেদনা সঙ্গী হয়ে গেছে আমার নীরব জীবনের।