যখন কোনো সম্পর্ক ভেঙে যায়, তখন শুধু মানুষটা চলে যায় না সাথে নিয়ে যায় হাজারো স্মৃতি, অজস্র স্বপ্ন আর মনভাঙার অসীম যন্ত্রণা। আমি তার সঙ্গে ভবিষ্যতের কত গল্প বুনেছিলাম, অথচ এখন আমি একা সেই গল্পগুলোকে নিজের মধ্যে গুম করে রাখি। এখন কেউ জিজ্ঞেস করলেও মুখে হাসি আনি অথচ বুকের ভিতরে একটা ঝড় বয়ে যায়। মানুষটার অভাবটুকু শুধু অনুভব করি, প্রকাশ করতে পারি না।