সেই মানুষটা আজ নেই, যে একসময় বলতো—তোমায় ছাড়া এক মুহূর্তও থাকতে পারব না।সময় বদলে দিয়েছে সব কিছু। আজ সে অন্য কারও পাশে হাঁটে, অন্য কারও খোঁজে রাত জাগে। আমার সেই গভীর ভালোবাসা তার কাছে হয়তো অল্প সময়ের ভালো লাগা ছিল। অথচ আমি আজও সেই স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে আছি। একটা সময় আসবে, যখন আমিও ভুলে যাবো সব কিছু। কিন্তু আজ, এখন — কষ্টটাই আমার নিত্যসঙ্গী।