ভালোবাসা মানেই সবসময় সুখ নয়। কোনো কোনো ভালোবাসা এতটাই যন্ত্রণার হয়, যেখানে কান্নাও আর বের হয় না। আমি তাকে শুধু ভালোবাসিনি, নিজের সবটা দিয়ে চেয়েছি। কিন্তু তার কাছে আমি ছিলাম কেবল সময় কাটানোর এক খেলা। আজ সে নেই, কিন্তু তার অনুপস্থিতিই আমার জীবনে সবচেয়ে বেশি জায়গা দখল করে আছে। ঘুমের মধ্যেও তার মুখ দেখা যায়, আর ঘুম ভাঙলেই বুকটা ফাঁকা লাগে।