সবাই ভাবে, আমি ভালো আছি। হাসি মুখে ছবি দেই আড্ডা দেই, কথা বলি। কিন্তু কেউ জানে না, প্রতিটা রাত আমি কিভাবে কাটাই নিরব কান্না আর স্মৃতির ভেতর হারিয়ে। তাকে ভুলে যেতে চাই, কিন্তু যতই চেষ্টা করি, সে আরও গভীরে বসে যায় হৃদয়ে। মাঝে মাঝে মনে হয়, নিজেকে হারিয়ে ফেলেছি তার মাঝে। আজ আমি শুধু একটা মুখোশ পরে বেঁচে আছি, ভেতরের আমি অনেক আগেই মরে গেছে।