সে বলেছিল ভালোবাসা চিরকাল টিকে থাকে।আমি বিশ্বাস করেছিলাম, নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম শুধু তাকে ধরে রাখার জন্য। কিন্তু শেষপর্যন্ত সে বুঝিয়ে দিয়ে গেলো, ভালোবাসা টিকে থাকে না, মানুষও টেকে না। একদিন তার মনে আমার জায়গা ছিল, আজ সে হয়তো নামও মনে রাখে না। ভালোবাসা যদি এতো তুচ্ছ হয়, তবে কেন এতো যন্ত্রণার জন্ম দেয়? কেন তার অভাব এতটা বিষিয়ে দেয় জীবন?