সবাই বলে সময় নাকি সব কষ্ট ঠিক করে দেয়, কিন্তু সময় তো কেবল স্মৃতিগুলোকে আরও গাঢ় করে তোলে। প্রতিদিন সেই পুরনো কথাগুলো কানে বাজে, সেই হাসি, সেই চোখের চাহনি... সব কিছু এখন অতীত। এক সময় যে মানুষটা ছাড়া একদিন ভাবা যেত না, আজ সে-ই সবচেয়ে অচেনা হয়ে গেছে। জীবনের সবচেয়ে বড় সত্যি এটা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সে-ই সবচেয়ে বেশি কষ্ট দেয়।