গল্প: শেষ চিঠি
পর্ব ১: ফিরে দেখা
নীলার কাছে এসেছিল একটি পুরোনো খাম। চিঠিটা ছিল হলুদ হয়ে যাওয়া, ঠিক যেন সময়ের দাগ লেগে আছে। প্রেরকের নামটা দেখে তার বুক কেঁপে উঠল—"রায়হান।" অনেক বছর পর এই নামটা যেন হৃদয়ে এক ঝড় তোলে। একদিন যে মানুষটাকে ভালোবেসেছিল, হঠাৎ হারিয়ে গিয়েছিল সে। আজ আবার কীভাবে ফিরে এল?