### গল্প: চায়ের কাপ
বৃষ্টির দিনে এক কাপ চা আর বারান্দায় বসে থাকা—নিশির প্রিয় অভ্যাস। একদিন আনমনে বসে থাকতেই পাশের বাড়ির শুভ বলল, “একটা কাপ বেশি হবে?” সেই চা থেকে শুরু, এখন প্রতি সন্ধ্যায় দু’কাপ চা, আর পাশে শুভ। ভালোবাসা কখন যেন চায়ের কাপে গলে গিয়েছিল।