ঘটনাটা আমাকে ভয়াবহ ডিপ্রেশনে ফেলে দিলো। গতরাতে মেয়েটি ইনবক্সে নক দিলো। আমাদের কথোপকথন নিচেঃ
মেয়েঃ ভাইয়া প্লিজ হেল্প মি...
আমিঃ কি বিষয়ে?
মেয়েঃ ভাইয়া সাইবার ক্রাইমে আপনার পরিচিত কেউ আছে?
আমিঃ হ্যা আছে। কিন্তু সমস্যাটা কি?
মেয়েঃ ভাইয়া আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে ব্ল্যা&%কমেইল করছে।
আমিঃ কি রকম ব্ল্যা&%কমেইল?
মেয়েঃ ওর সাথে আমার দুই বছর রিলেশন ছিলো তারপর তিনমাস আগে ব্রেকাপ হয়েছে। এখন হঠাৎ করে ও আমাকে হু%&মকি দিচ্ছে!
আমিঃ কি হু&%মকি দিচ্ছে?
মেয়েঃ ও বলতেছে এখন ওর সাথে আবার রিলেশন না করলে ও আমার প্রাইভেট ছবি ফেসবুকে আপলোড করে দেবে। কিন্তু এখন আমার একজনের সাথে নতুন রিলেশন হয়েছে।
আমিঃ আপনারা কেনো প্রেমে পড়লেই প্রাইভেট ছবি ভিডিও এগুলো শেয়ার করেন? আপনাদের আক্কেল হবে কবে?
মেয়েঃ ভাইয়া আমি তখন বুঝতে পারিনি। কিন্তু এই ছবি যদি আমার বর্তমান বয়ফ্রেন্ড দেখে তবে আমাদের রিলেশনটা ভেঙে যাবে। পাশাপাশি সামাজিক ভাবেও আমি মুখ দেখাতে পারবো না। আমাকে আ%%ত্মহ&%ত্যা করতে হবে। প্লিজ ভাইয়া আমাকে বাচান...
আমিঃ আচ্ছা আমি সাইবার ক্রাইমের একজন কর্মকর্তার সাথে কথা বলছি। দেখি কি করা যায়। প্লিজ সু&%ইসা&%ইডের কথা ভুলেও ভাব্বেন না।
মেয়েঃ ভাইয়া প্লিজ আমাকে আপনার ছোটবোন মনে করে আমার জীবনটা বাঁচান।
আমিঃ আর প্লিজ ভাই প্রেমিক তো ভালো নিজের আপন জামাইকেও কখনো প্রাইভেট ছবি বা ভিডিও দেবেন না। চাইলেই চটকানা দেবেন।
মেয়েঃ আর কোনদিন দেবোনা ভাইয়া। আসলে তখন একটা জবের জন্য দিয়েছিলাম ওকে।
আমিঃ জবের জন্য প্রাইভেট ছবি দিতে হয় প্রেমিককে! সরি রে ভাই ওটা কি জব ছিলো বুঝেও না বোঝা আমার অবুঝ মন!!?
মেয়েঃ নাহ ভাইয়া জবের জন্যই দিয়েছিলাম। ও ওর এক বন্ধুকে আমার জবের জন্য পাঠাবে বলেছিলো।
আমিঃ আমি কিছুই বুঝতেছি না। ও আপনার কেমন প্রেমিক ছিলো যে জবের জন্য বন্ধুর কাছে নিজের প্রেমিকার প্রাইভেট ছবি পাঠায়!
মেয়েঃ ভাইয়া ওটা ওর বন্ধুদের কোম্পানির নিয়ম। সেখানে জব করতে গেলে সবাইকেই বায়োডাটার সাথে ছবি জমা দিতে হয়।
আমিঃ কয়টা ছবি দিয়েছিলেন?
মেয়েঃ ভাইয়া একটাই দিয়েছিলাম। একটা ভোটার আইডির একটাই ছবি চেয়েছিলো।
আমিঃ মানে....! ভোটার আইডির ছবি....!
মেয়েঃ হ্যা ভাইয়া সেটাই তো বলতেছি। এখন ওর কাছে আমার ভোটার আইডির ছবি আছে। সেটা নিয়েই হুমকি দিচ্ছে। আপনি তো জানেনই ভোটার আইডির ছবির অবস্থা...ভাইয়া আমি সত্যিই আ&%ত্মহ&%ত্যা করবো ওটা পাবলিক হয়ে গেলে!
আমিঃ হোয়াট দ্যা... তোমার দ্রুত ম%&ইরা যাওয়া উচিত। সাইবার ক্রাইম না, আমি র্যাবকে কল করতেছি তোমাকে ক্র&%সফা&%য়ার দেবার জন্য।
মেয়েঃ এইগুলা কি বলতেছেন ভাইয়া...
আমিঃ আরেকবার ভাইয়া বলবি তো তোর কানসার উপরে থাপ&%ড়ামু ফা&%উল। আমার ঘুমটা নষ্ট করছিস....।
[কালেক্টেড]