১৪৪৭ হিজরী পবিত্র মহরমের মাসের চাঁদ দেখা গেছে।
❝ মহররমের চাঁদ এলো ঐ
কাঁদাতে ফের দুনিয়ায়,
ওয়া হোসেনা,ওয়া হোসেনা
তারি মাতম শুনা যায়..❞🌙
নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর পরিবারের সদস্যদের ঘর থেকে ভেসে আসা কান্নার আওয়াজ শুনে তৎকালীন মদিনাবাসীরা বুঝতে পারতেন মহররম শরীফের চাঁদ উদিত হয়েছে!
কারবালার সকল শহীদানদের প্রতি জানাই লাখো সালাম।