একটা গ্লাসে হলুদ ঢালে, সঙ্গে যেন নিজের বিবেক-বুদ্ধিও ঢেলে দেয়।
ভালো না লাগলেও শুধু একটা রিল বানাতে হবে। সেখানে কোন পয়েন্ট থাকুক না থাকুক, যায় আসেনা।
গ্লাসে জল ঢালো, টর্চ জ্বালাও, হলুদ ঢালো। নিন হয়ে গেল ভাইরাল। এটাই ক্রিয়েটিভিটি!
Influencers রা করেছে, তাই আমিও করবো। তারা মাটি খেলে আমিও খাব।
না লজিক, না সেন্স! ব্যাস, Trend ফলো করব।
শুধু ভাইরালই হতে হবে, মন না চাইলেও করতে হবে! Meaningful কিছু না করলেও চলবে। 🙂