###চায়ের দোকান
রেলস্টেশনের ছোট চায়ের দোকানে রোজ সন্ধ্যায় ভিড় জমে। সেখানে কেউ রাজনীতি আলোচনা করে, কেউ প্রেমের গল্প বলে। দোকানদার কাশেম চাচা হেসে বলেন, “এই দোকানই আমার বিশ্ববিদ্যালয়!” জীবন আর মানুষের গল্পে ভরা তার ছোট্ট চায়ের দোকান যেন এক জীবন্ত নাট্যমঞ্চ।
Rian Rahman
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?