ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়, ভালোবাসা মানে চোখে চোখ রেখে হাজার কথার ভাষা খোঁজা। যখন তুমি চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে থাকো, তখন পৃথিবীর সব শব্দ থেমে যায়, শুধু হৃদয়ের শব্দ শুনি—তোমার জন্য। তোমার হাসি যেন আমার সকাল, তোমার মন খারাপ আমার অন্ধকার রাত। এই ভালোবাসায় কোনো দাবি নেই, শুধু চাই তুমি থাকো আমি থাকি এভাবেই।
Saeid Islam
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?