জীবনটা খুব অদ্ভুত কখনো হঠাৎ পাওয়া, কখনো অকারণে হারানো। আমরা সবাই কোনো না কোনোভাবে লড়ছি, হাসির আড়ালে কান্না লুকিয়ে রাখছি। তবুও জীবন থেমে থাকে না। প্রতিদিন সূর্য ওঠে নতুন আশার আলো নিয়ে। আজ যেটা হারিয়ে গেছে, কাল সেটা ফিরে আসতে পারে অন্য রূপে। তাই হতাশ হও না, নিজেকে সময় দাও। জীবন একদিন ঠিকই হাসাবে।