একজন মেয়ের হাসির পেছনে লুকিয়ে থাকে হাজারটা চাপা
কষ্ট
সমাজের অবহেলা,নিজের স্বপ্ন বিসর্জন। মেয়েরা দুর্বল নয়, শুধু বেশি সহ্য করে। একটা সময় আসে, যখন সে নিজের মূল্য নিজেই চিনে ফেলে। তখন আর কেউ তাকে থামাতে পারে না। মেয়েদের সম্মান করো কারণ তারা শুধু মেয়ে নয়, তারা মা, বোন, সাথী, আর সবচেয়ে বড় কথা পূর্ণ জীবন।