সবচেয়ে বেশি কষ্ট তখনই লাগে,
যখন যাকে বিশ্বাস করেছিলে সে-ই বিশ্বাস ভেঙে দেয়। প্রতারকরা কখনো আগেই বলে না যে, তারা যাবে তারা ধীরে ধীরে দূরে সরে যায়, হাসি মুখে মিথ্যে বলে। সেই মিথ্যের ভেতরেই গড়ে ওঠে আঘাতের পাহাড়। সময়ের সাথে সব ঠিক হয়ে যায় শুধু বিশ্বাস আর গড়ে ওঠে না। প্রতারণা শুধু সম্পর্ক নয়, একটা মানুষকেও বদলে দেয়।
पसंद करना
टिप्पणी
शेयर करना
Saeid Islam
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?