ছেলেরা কাঁদে না এই কথা সবচেয়ে বড় মিথ্যে। ওদেরও বুকের ভিতর কষ্ট জমে ওরাও রাতভর ঘুমাতে পারে না ওরাও ভালোবাসে ভাঙে ভাঙচুর হয়ে যায়। শুধু মুখে বলে না বলে কেউ বোঝে না। সমাজ শুধু ওদের কাছ থেকে চায় শক্তি, কিন্তু ওদের দুর্বলতাগুলোর খবর কেউ রাখে না। ছেলেরা মানুষ—প্রাচীর নয়। ভালোবাসা, সহানুভূতি তারাও চায়।
Curtir
Comentario
Compartilhar
Saeid Islam
Deletar comentário
Deletar comentário ?