স্বপ্ন কখনো হাল ছেড়ে দেয় না মানুষ হাল ছেড়ে দেয় তাই স্বপ্ন দেখো সাহস করে ছোট বলে কোনো স্বপ্ন নেই বড় স্বপ্নর পেছনে দৌড়াতে গেলে পথ কঠিন হবেই কিন্তু সেই কঠিন পথেই লুকিয়ে থাকে সাফল্য যারা তোমার স্বপ্ন নিয়ে হাসে তাদের হাসির জবাব তুমি তোমার সফলতা দিয়ে দেবে একদিন সেদিন সবাই তোমার পাশে থাকতে চাইবে কিন্তু ভুলে যেয়ো না কে ছিল না তোমার পাশে যখন তুমি শুধু স্বপ্ন দেখছিলে