আমি এখন আর কারও কথায় কষ্ট পাই না কারণ প্রত্যাশা করাই ছেড়ে দিয়েছি। যাকে যত বেশি কাছে টেনেছি সে তত দূরে চলে গেছে। বুঝেছি কিছু সম্পর্ক যত দূরে থাকে ততই ভালো থাকে। কাছাকাছি এলে হয় দোষ ধরা পড়ে নয়তো গুরুত্ব হারায়। তাই এখন আর অভিযোগ করি না অভিযোগের জায়গায় নীরবতা বসিয়ে দিয়েছি। আমার ভালোবাসা এখন চুপচাপ কারও ভালো লাগলে থাকো, না লাগলে চলে যাও আমি আর কারও যাওয়াতে ভেঙে পড়ি না