অনেকেই ভাবে আমি শক্ত, ঠান্ডা, কিন্তু আসলে আমি ক্লান্ত, কিছু বলি না বলে সবাই ভাবে আমি ঠিক আছি, অথচ নিজের সাথে লড়াই করে প্রতিদিন বাঁচি, কিছু স্বপ্নের টুকরো বুকের ভেতরে জমে আছে, যেগুলো কাউকে বলা হয় না, মন চায় একটা জায়গা, যেখানে নিজের মতো করে নিঃশ্বাস নিতে পারি, কাঁদতে পারি, হাসতে পারি, কিন্তু বাস্তবতা এতটা কঠিন, যে নিজের মুখে হাসি রেখেও কষ্টগুলো গিলে ফেলি।