যে মানুষটা একদিন তোমার সব ছিল, একসময় সেই মানুষটাই অচেনা হয়ে যায়, সময় বদলায় মানুষ বদলায় সম্পর্কের সংজ্ঞা বদলায়, আগে যার জন্য সব কিছু করতে পারতে, এখন তার একটা মেসেজও পাও না, জীবন খুব নির্মম, সে শেখায় কাকে আপন ভেবে ভুল করেছিলে, একসময় বুঝতে শেখায় যে ভালোবাসা একতরফা হলে সেটা শুধু কষ্টই দেয়, তবুও আমরা ভালোবাসি, আবার ভেঙে পড়ি, আবার উঠে দাঁড়াই।