আমি সব কিছুই মেনে নিয়েছি যেমন কেউ থাকলে খুশি হই না থাকলেও কষ্ট পাই না এখন আর কোনো প্রত্যাশা করি না এমনকি ভালোবাসা নিয়েও নয় কারণ আমি জানি কেউ কারও জন্য বদলায় না বদলায় তখনই যখন তাদের নতুন কাউকে ভালো লাগে ভালোবাসা এখন প্রয়োজন আর অভ্যাসের মধ্যে সীমাবদ্ধ যেখানে একদিন না দেখলেই মন খারাপ হতো এখন দেখা হলেও কিছুই অনুভব করি না আমি আর কারো অপেক্ষায় থাকি না কারো মুখ দেখার জন্য সকাল শুরু হয় না এখন আমি আমার মতো করে বাঁচতে শিখে গেছি।