একটা সময় ছিল যখন ভেবেছিলাম সবাই সত্যিকারের ভালোবাসে, আসলে কেউ ভালোবাসে না, শুধু প্রয়োজন ফুরালে চোখে মুখেও পড়ে না, ভালোবাসা শব্দটা এখন শুধু বইয়ের পাতায় থাকে, বাস্তবে সেটা শুধু সময়ের খেলা, যে যতটা পায় ততটাই নেয়, কিন্তু দিতে কেউ চায় না তবুও আমরা সেই ভালোবাসার জন্য প্রতিদিন অপেক্ষায় থাকি, হয়তো কেউ একদিন সত্যি করে ভালোবাসবে এই আশায়।