👫 স্বামী-স্ত্রীর গল্প: “চায়ের কাপ”
রাত ৯টা। অফিস থেকে ফিরলেন রাহুল। দরজা খুলতেই স্ত্রী মিতা হেসে বলল,
— “আজ দেরি হলো?”
রাহুল ক্লান্ত গলায় বলল,
— “হ্যাঁ, একটু মিটিং লেট হয়েছিল।”
মিতা চুপচাপ রান্নাঘরে চলে গেল। মিনিট দশেক পরে একটা ধোঁয়া ওঠা চায়ের কাপ এনে রাহুলের হাতে দিল।
রাহুল চুপচাপ চা খাচ্ছিল। হঠাৎ বলল,
— “জানো, অফিসে আজ বলছিলো কেউ, বিয়ের পর নাকি রোমান্স হারিয়ে যায়…”
মিতা হেসে বলল,
— “হারিয়ে যায় না, রূপ বদলে যায়। আগে যেটা ছিল ফুলের তোড়া আর চকলেট, এখন সেটা এক কাপ চা আর তোর জন্য গরম ভাত। আগের ভালোবাসা চোখে পড়ত, এখন সেটা মনেই অনুভব হয়।”
রাহুল হেসে মিতার দিকে তাকাল। বলল,
— “তুই জানিস তো, তুই চা-র সঙ্গে আমাকেও একটু একটু করে সারিয়ে দিস… প্রতিদিন।”
মিতা কিছু বলল না। শুধু মুচকি হেসে জানলার দিকে তাকিয়ে থাকল। বাইরে বৃষ্টি পড়ছিল। ভিতরে দু’জন মানুষ নীরবতায় ভালোবাসা ভাগ করে নিচ্ছিল।
MAHAMUDUL HASAN
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?