@P🚩:আমি একটা পাপ করবো, ভয়ংকর একটা পাপ। আমি তোমাকে আমার করবো, সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে আমার বানাবো। একান্তই আমার, বাঁধা আসবে, অনেক কিছু হয়তো ধ্বংস হবে, তবুও আমি তোমাকে পাওয়ার চেষ্টা করবো। এই পাপ করে সবার চোখে কাপুরুষ হবো, সবার ঘৃণার পাত্র হব, কিন্তু এতে আমার কিছুই যায় আসবে না। সবার চোখে খারাপ হয়ে তোমাকে বুকে নিয়ে শান্তির একটা ঘুম দিবো। ক্লান্তির দিনে বাড়ি ফিরে তোমাকে শক্ত করে জড়িয়ে ধরবো, সবাই আমাকে দেখে ঘৃণায় চোখ ফিরিয়ে নিবে কিন্তু আমি গা ঝেড়ে বিন্দাস হয়ে বাড়ি ফিরে মন ভরে তোমাকে দেখবো। মন খারাপের রাতে তোমার কোলে মাতা রেখে চাঁদ দেখবো। কতজন কতকিছু বলবে এসব ভুলে তোমাকে আদরে জড়িয়ে নিব। থাকবে না জীবনে কোনো আফসোস, থাকবে না কোনো অপূর্ণতা। কে কী বললো এসবের পরোয়া থাকবে না। নিজের সবটা দিয়ে তোমাকে ভালোবাসবো। সব শেষে এই পাপের ভয় জন্য কোনো মাথা ব্যাথা থাকবে না। তোমাকে নিয়ে এই জীবন হেসে খেলে পার করে দিব
Abu Zafor Zafor
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Shuvam Chakma Chakma
Delete Comment
Are you sure that you want to delete this comment ?