রক্তে লেখা
১০ মহররম
ধুসর প্রান্তর রক্তিম হলো সূর্য ঢলে পড়ে.
হুসাইন রাঃ দাঁড়িয়ে একা ঈমান দৃঢ় করে |
তৃষ্ণার্ত শিশুর কান্না কাপিয়ে তোলে আকাশ.
বুকে বাখে ভয়াবহ প্রহাস এত নির্মম ইতিহাস |
তার হাতে কোরআনের ছায়া বুকে নানার নাম .
সেজদার শেষ নিঃশ্বাসে উঠল শহীদের ধ্বনিত কাম |
ফোরাত তীরে
কারবালা প্রান্তরে !
আলি আসগরের চোখ দুটি পানিচায় বিহব্বল.
প্রতিটি ফোটা রক্ত যেন সত্য আগুন দহল |
আসমানকে দেওঠে ঝরে রক্ত আলো.
শহীদের নাম আজো গুঞ্জরে লাগে কত ভালো |
যখনই মহররম আসমান হয় বিক্ষত .
কারবালার সেই সকাল হৃদয় করে ক্ষত |
প্রতিদিন কিছু পোষ্ট করব ইনশা আল্লাহ পাশে থাকলে পাশে পাবেন এই প্লাটফর্মে কাজ করতে খুব ভালো লাগছে | আশা করি সকলেই সফলতা অর্জন করতে পারব | ফেসবুকে ৪ বছর যাবত অক্লান্ত পরিশ্রম করে সফলতা অর্জন করতে পারিনি | এখানে আশা করি সকলেই সফলতা অর্জন করতে পারব |

25 M ·תרגם

Najsjsjsvskssmsg





কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
25 M ·תרגם

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
26 M ·תרגם

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
27 M ·תרגם

Finalisina












কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,

ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।

আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
ও বাবা শেয়াল কোথা
ভেলোটা দাড়িয়ে হোথা
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জাড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!

‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গিয়ে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!

======

image