###মিঠু ঘুমায়নি আজ। খাতা হাতে সে গল্প লেখে। তার গল্পের নায়িকা হঠাৎ জীবন্ত হয়ে বলে—"আমার ভালোবাসা কই?" মিঠু ভয় না পেয়ে বলে—"তুমি গল্পেই থাকো, বাস্তবে আসো না।"
###মিঠু ঘুমায়নি আজ। খাতা হাতে সে গল্প লেখে। তার গল্পের নায়িকা হঠাৎ জীবন্ত হয়ে বলে—"আমার ভালোবাসা কই?" মিঠু ভয় না পেয়ে বলে—"তুমি গল্পেই থাকো, বাস্তবে আসো না।"
অভিমান মানুষের মনকে ক্ষণিকের জন্য ভারি করে তোলে, কিন্তু বেশি সময় ধরে রাখলে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ে। প্রিয়জনের সঙ্গে মান-অভিমান ভালোবাসারই অংশ, কিন্তু যদি সেটি দীর্ঘস্থায়ী হয়, তাহলে ভালোবাসার জায়গা রাগ আর কষ্টে পরিণত হয়। অভিমানে না বলা কথা জমে থাকে, ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তাই সময় থাকতে অভিমান ভাঙিয়ে নেওয়া উচিত