আমি কি তোমাকে বলেছিলাম আমার জীবনে আসতে, বলেছিলাম?? বলি নি। তুমি নিজেই এসেছিলে। আমি বারবার বলেছিলাম থাকলে সারাজীবনের জন্য। তুমিও সম্মতি জানিয়েছিলে, আমরা বেশ সুখেই ছিলাম। কিন্তু কোথা থেকে কি হলো আজও আমার সব অজানা। বসন্তের খোলা হাওয়াতে যে কিভাবে কাল বৈশাখি ঝড় সব লণ্ডভণ্ড করে দিলো

আসলে এটাই হয়ত প্রকৃতির নিয়ম

সৃষ্টির শুরু থেকেই মানুষের নিষেধ জিনিসের প্রতি প্রবল আগ্রহ।

আমরা এক শহরেরই বাসিন্দা

কিন্তু আমাদের দেখা হয় না!

আমরা এক আকাশের নিচেই অবস্থান করি, কিন্তু আমাদের দূরত্ব সূর্য ও পৃথিবীর দূরত্বের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি

জানো, কখনোও ভাবি নি তুমি আমাকে এভাবে রেখে চলে যাবে। যদি ছেড়ে যাওয়ার ছিলো এত কাছে কেন এলে? বারবার ফিরেই বা আসো কেন? যতই বলি তোমার প্রতি আমার অনূভুতি নেই, ভালোবাসাকে দাফন দিয়েছে, ততবারই মনে হয়, হৃদয়ে ধারালো ছুরি দিয়ে কেউ আঘাত করেছে

প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। কিন্তু কাঁদতে পারছি না। এক আকাশ হাসির মাঝে আমার চোখের কোণে এক বিন্দু জল
তোমাকে আর বলব না ফিরে এসো। কারন এই তুমি আর সেই তুমি নেই

আমি শুনেছি মানুষ নাকি বদলায়, কিন্তু কখনোই তা দেখি নি। কিন্তু ভাবতেই পারি নি যে আমার মানুষটা বদলে যাবে

এটাকেই হয়ত নিয়তি বলে। যাকে একবারের হলেও ভালোবাসা হয় তাকে কি ভোলা সম্ভব? কই আমি তো পারলাম না

আজও আমার বালিশ সাক্ষী কত রাত আমার পোহায় নির্ঘুম। কত অশ্রু ঝরে এই চোখ থেকে

এই নির্বাক বালিশ ভেজে আমার এই অশ্রুতে, আবার শোকায়

চোখের জলের যদি রঙ হতো তাহলে আমি হতাম রঙের ব্যবসায়ী

বসন্তের মধ্যেও আমার জীবনে যেন শ্রাবণধারা এই শহরের লাল নীল কাচের মাঝে আমি যেন সাদা কালোও পেশাচিকতায় আবদ্ধ

আমার অনূভুতি সবার কাছে হাস্যকর মনে হলেও আমি জানি আমি কতটা অসুখি

এক মহাসাগর কষ্ট বুকে চেপে রেখে হাসাটা কি খুবই সহজ?
মাঝরাতে হুটহাট নিঃশ্বাস আটকে আসা মুহুর্তগুলো আসলে ব্যাখা করা যায় না। আসলে ভালো থাকার অভিনয় টা দিনভর করা গেলেও, রাতে পরাজিত অর্ধমৃত আমি

নিরবতার রাতে কান্না বিহীন শুধু চোখে জল আসে ভিতরে আটকা থাকা আত্মা টা বাইরের মিথ্যা হাসির উপর অভিযোগ করে

প্রতিনিয়ত আমাকে অভিশাপ দিচ্ছে এই মিথ্যা অভিনয়ের জন্য

চোখের নিচে লেপ্টে আছে জীবনের আসল গল্পটা, মানুষ তার নাম দিয়েছে 'ডার্ক সার্কেল'। তোমাকে না পাওয়ার আক্ষেপ টা সারাজীবন এই রয়ে যাবে

তুমি পরের বার আকাশ হয়ে জন্ম নিও, আমি নাহয় তোমাকে ভালোবেসে ছোঁয়ার ইচ্ছে নিয়ে আরও এক জন্ম কাটিয়ে দিব

যেই মেয়েটার দিকে অন্য কোন পুরুষ তাকালে তাকারে সেই চোখ ওপেের নিতাম আর আজ সেই মেয়েটাই আমার চেখের সামনে অন্য পুরুষের হাত ধরে হাটছে। এই কষ্টের অনুভূতি এই পাশান শহর দিতে পারবে না। রবি ঠাকুর বলেছেন'তাকে খোলা আকাশে ছেড়ে দাও, সে যদি তোমার হয়, তাহলে ঠিকই তোমার কাছে ফিরে আসবে'।😅❤️‍🩹

image