#পর্ব ২: অচেনা প্রহরী
তৃষা ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢোকে। ঘরের মধ্যে ধুলো জমা টেবিল, দেয়ালে ঝোলানো পুরনো ঘড়ি আর এক কোণে বসে থাকা এক বৃদ্ধ মানুষ। চোখে মোটা চশমা, মুখে সাদা দাড়ি। তিনি চুপচাপ তৃষার দিকে তাকিয়ে বললেন, “চিঠিটা তুমি এনেছো?”
তৃষা ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নাড়ল।
তিনি বললেন, “তাহলে শুরু করো... আজ রাত থেকেই সময় গড়াবে অন্যদিকে।”
তৃষা চমকে উঠল – “মানে?”
বৃদ্ধ মানুষটি হেসে বলল, “তুমি যা ভাবছো, ঠিক সেটাই।”
پسند
تبصرہ
بانٹیں
Anik Ahmed
تبصرہ حذف کریں۔
کیا آپ واقعی اس تبصرہ کو حذف کرنا چاہتے ہیں؟