##পর্ব ৫: শিশুর বার্তা
তৃষা বিস্মিত হয়ে শিশুটিকে জিজ্ঞেস করল, “তোমরা আমাকে কীভাবে চিনলে?”
শিশুটি হেসে বলল, “তুমি আমাদের রক্ষক। মা বলেছে, তুমি একদিন ফিরে আসবে সময় ভেদ করে।”
তৃষা হতবাক হয়ে গেল। “তোমার মা কে?”
শিশুটি আঙুল তুলে দেখাল এক নারীর দিকে – সে দেখতে অবিকল তৃষার মায়ের মতো!
তৃষা ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল।
নারীটি বলল, “তোমাকে অনেক প্রশ্নের উত্তর খুঁজতে হবে, তৃষা। শুরু করো মিরার ঘর থেকে।”