##পর্ব ৭: অন্ধকার সিঁড়ি
তৃষা ধীরে ধীরে নামতে লাগল সিঁড়ি বেয়ে। প্রতিটি ধাপে বাতি জ্বলে উঠছে আপনাআপনি। নিচে পৌঁছে সে দেখতে পেল এক গোল ঘর, মাঝখানে একটা পাথরের টেবিল, তার ওপরে রাখা এক মোটা বই – “সময়লিপি”।
বই খুলতেই পাতাগুলো উড়ে গেল, থেমে গেল এক পাতায়। সেখানে লেখা –
“তৃষা, তোমাকে দুই পথ দেওয়া হলো – সত্য জানো, নাকি ফিরে যাও নিজের জগতে।”
তৃষার চোখে জল চলে এল।
সে ফিসফিস করে বলল, “আমি জানব… সব জানব।”