#পর্ব ১৬: পুরনো চিঠি
তৃষা একদিন পুরনো বাক্স ঘাঁটতে গিয়ে পায় আরেকটি চিঠি – হাতে লেখা, “তৃষা, যদি মনে পড়ে, তবে চলো আবার...”
ভয় আর আশার মাঝখানে সে চিঠি খুলে দেখে একটাই লাইন –
“সময় কখনো একমুখো নয়।”
পাশে আরেকটি নীল চাবি।
সে হাসে। “আবার শুরু?”
মনে পড়ে যায় মিরার মুখ, আয়নার ঘর, রুদ্রের চোখ।
নতুন যাত্রার শুরু হতে চলেছে।