#আকাশ
নীল আকাশে ওড়ে মেঘ,
কল্পনায় আঁকি রেখা।
তার মাঝে দেখি তোমার
হাসিমাখা মুখের দেখা।
পাখিরা ডাকে দূর দিগন্তে,
তুমি ডেকে বলো, “চলো।”
আকাশজুড়ে ভালোবাসা
আমরা যেন মেঘে ভেসে চল।
#আকাশ
নীল আকাশে ওড়ে মেঘ,
কল্পনায় আঁকি রেখা।
তার মাঝে দেখি তোমার
হাসিমাখা মুখের দেখা।
পাখিরা ডাকে দূর দিগন্তে,
তুমি ডেকে বলো, “চলো।”
আকাশজুড়ে ভালোবাসা
আমরা যেন মেঘে ভেসে চল।
Lamiya Khatun
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?