#স্মৃতি
তোমার সাথে কেটেছিল
একটা বসন্তকালে।
আজও তার গন্ধ পাই
হাওয়ায় কিংবা খেয়ালে।
ছবি দেখি ডায়রির পাতায়,
ভুলে যাই সময় কেমন।
স্মৃতিরা তো ফুরোয় না,
থেকে যায় মনেমনে।
#স্মৃতি
তোমার সাথে কেটেছিল
একটা বসন্তকালে।
আজও তার গন্ধ পাই
হাওয়ায় কিংবা খেয়ালে।
ছবি দেখি ডায়রির পাতায়,
ভুলে যাই সময় কেমন।
স্মৃতিরা তো ফুরোয় না,
থেকে যায় মনেমনে।