@𝐀𝐡𝐨𝐧𝐚!!🩷🦥:তোমারে আমি ভালোবাসি;এর চেয়ে সত্য এই মহাবিশ্বে আর একটাও নাই-!!🤍
যদি খোদার সকল সৃষ্টি সত্য হয়ে থাকে;তাহলে তোমারে আমি ভালোবাসি এই কথাটা নিখুঁত সত্য❤️🩹
তোমাকে ছেড়ে যাওয়ার কথা আমি ভুলেও ভাবতে পারি না প্রিয়!কারণ, তোমার মতো করে কেউ আর আমাকে এভাবে গুছিয়ে ভালোবাসতে পারবে না! তোমার আর আমার সম্পর্কটা কিছু দিনের হলেও অনেক গভীরে চলে গেছে! তাই তোমার জায়গাটা আমি আর অন্য কাউকে দিতে পারবো না। তুমি শুধু আমার প্রতি একটু ভরসা ও বিশ্বাস রেখো প্রিয়!!
জগতের সবচেয়ে সুন্দর কিন্তু আফসোসের জিনিস হইলোনিজেকে নিজে শেষ হইতে দেখা।আপনি জানেন আপনি ভিতরে ভিতরে শেষ,আপনে জানেন আপনের লাইফে আর কোনো গোল নাই! আপনি জানেন আপনি যেইটা খুব করে চাইছেন,সেইটা না পেয়ে আপনের সব কিছু থেকে আগ্রহ হারিয়ে গেছে!আপনি এইটাও জানেন আপনাকে দিয়ে আর হবে না।আপনি জানেন আপনি শুধু এখন নিঃশ্বাস টাই নিচ্ছেন! আপনার ভেতরে থাকা সুস্থ,হাসি খুশি থাকা মানুষ টা কবেই শেষ!😅