যখন কাউকে খুব আপন ভাবা যায় তখনই সবচেয়ে বেশি কষ্টটা হয় কারণ সেই মানুষটাই এক সময় এমন আঘাত দেয় যা আর কোনো সময় ভুলে থাকা যায় না আমি ভাবতাম যারা আপন তারা বুঝবে কিন্তু বাস্তবতা খুব কঠিন আমি যা চেয়েছি তা কখনো পাইনি বরং যাকে পেয়েছি সে আমাকে কাঁদিয়েছে আমি এখন আর আগের মতো আবেগী নই আমি শিখে গেছি নিজের জন্য ভাবতে নিজের কষ্ট গোপন রাখতে আজ আমি হাসি মুখে ভাঙা মন নিয়ে বেঁচে থাকি।