অনেক সময় মানুষ হেসে যায় ভেতরে কাঁদতে কাঁদতে কারণ সে জানে কাঁদলে কেউ আসবে না বরং সবাই কষ্ট নিয়ে হাসবে আমি অনেক কষ্ট পেয়েও কাউকে কিছু বলি না কারণ আমার যন্ত্রণার দাম কেউ দেয় না আমি চুপ হয়ে গেছি কারণ কথা বললেই মানুষ ভুল বোঝে আমি জানি যারা আসল তারা সময়মতো পাশে থাকবে আর যারা থাকবেনা তারা যতই কথা দিক তাতে কিছু আসে যায় না আমি এখন শুধু নিজের জন্য ভাবি ভালোবাসা নামক শব্দটাকে বিশ্বাস করি না।