আমি বদলাইনি সময় আমাকে বদলে দিয়েছে যারা বলত সবসময় পাশে থাকবে আজ তারাই নেই যারা বলত আমি কখনো কাঁদব না আজ তারাই আমায় কাঁদিয়েছে ভালোবেসে ভুল করিনি ভুল করেছিলাম বিশ্বাস করে আমি এখন আর কারো ওপর ভরসা করি না আমি জানি সবাই শুধু দরকারে কাছে আসে দরকার ফুরালেই ভুলে যায় আমার মতো মানুষরা চুপ থাকে কারণ তারা জানে কথা বলেও কিছু হবে না শুধু একা সহ্য করতে হয় আর দিনের পর দিন সেটা সত্যি হয়ে দাঁড়ায়।