যাকে যত বেশি ভালোবাসি সে তত বেশি কষ্ট দেয় কথাটা আমি আগে বিশ্বাস করতাম না কিন্তু আজ নিজে সেটা অনুভব করেছি আমি যাকে আমার পৃথিবী ভাবতাম সে আমায় ভেঙে দিয়েছে এমনভাবে যে আমি আজও ঠিকভাবে নিজেকে খুঁজে পাই না আমি চেয়েছিলাম সত্যিকারের ভালোবাসা কিন্তু পেয়েছি শুধু চোখের জল আর অবহেলা এখন আমি হাসি মুখে বাঁচি কিন্তু সেই হাসির পেছনে কতটা দুঃখ জমে আছে সেটা কেউ বোঝে না আমি এখন নিজেকে আগলে রাখি যেন আর কেউ ভাঙতে না পারে