আমি আজকাল খুব বেশি চুপচাপ হয়ে গেছি কারণ আমি শিখে গেছি কথা বললেই মানুষ দূরে সরে যায় আমি আগে ভাবতাম সবাই আমার মতো হবে কিন্তু আমি ভুল ছিলাম আমি যাদের আপন ভেবেছি তারাই আমায় বারবার কাঁদিয়েছে এখন আমি আর বিশ্বাস করি না কাউকে আমার ভালোবাসা এখন শুধুই নিজের জন্য আমি কাউকে হারাতে ভয় পাই না কারণ যারা আমার ছিল তারা কখনো হারাতো না ভালোবাসা মানে শুধু প্রেম নয় বরং বোঝা অনুভব আর পাশে থাকার নাম।